জনপ্রিয় পোস্টসমূহ

সারা বিশ্বের সকল মানুষ মৃত্যু বিষয়ে নিশ্চিত হতে পারেনি , বিভিন্ন ধর্মে বিভিন্ন ধরনের আলোচনা তর্ক আরো উস্কে তোলে, মৃত্যু পরবর্তী জীবন নিয়ে বিভিন্ন ধর্ম এত বেশি পার্থক্য আছে যে অতি সাধারণ তাতে তর্ক তুলতে ভয় পায় ।
সাধারণ ধর্মীয় বিশ্বাস এই সকল বিষয়ে আলোকপাত করতে সাহস করে , তাদের মতামত এতোই আলাদা যে তাদের মধ্যে সাধারণ মিল থাকলেও অমিল বেশি এবং সেখানে বুদ্ধির কোনো স্থান নেই । অগম্য এই সকল বিষয় মানুষ এতোই সংবেদনশীল যে খোলাখোলি আলোচনা করতে গেলেও বিপদ হয় । কিছু পবিত্র বই এবং কিছু ঘটনা যেগুলো প্রমান করা কখনো সম্বাব নয় ।  যারা এটা মানতে চান না তারা আরো বিপদের মুখোমুখি হবেন কারণ সমাজ  চলছে ধর্মীয় মানুষের সমষ্টি দ্বারা।  কোনো অঙ্ক কিংবা যুক্তি এগুলো আলোচনা করতে অক্ষম । অস্বিকার করলে সমাজ থেকে বাতিল করা হবে, যদি আল্লাহ থাকেন তা হলে আমাদের করণীয় কিছুই নাই । যদি তিনি না থাকেন তা হলে আমরা কথা থেকে এলাম , সব চেয়ে প্রবল  প্রশ্ন হলো মৃত্যু পরবর্তী জীবন যদি আসল হয় তবে এখন আমাদের কর্তব্য আরো সুস্পষ্ট ভাবে এবং নিশ্চিত করা উচিত আমরা কি জীবন মান উন্নয়নে ব্যাস্ত থাকব না ধর্ম নেয়া ব্যাস্ত থাকব । এখানে ধৰ্ম স্পষ্ট ভাবে যুক্তি এবং বুদ্ধির উপরে কাজ করছে ।