জনপ্রিয় পোস্টসমূহ

ডি এস এল আর বর্তমান প্রযুক্তির ক্যামেরা
ফিল্ম ধোলাই করা খুব কষ্টকর আবার ধোলাই ছাড়া জানা যায় না যে ছবির অবস্তা কেমন তাই এখন সকলে ডি এস এল আর ক্যামেরা ব্যবহার করেন , এটা কোনো ফিল্ম ব্যবহার ছাড়া ছবি মেমরি করতে পারে এটার মূল আকর্ষণ হলো কাজের সময় কয়েকটি শট চেক করা যায়  এবং খরচ কম , তবে ফটোগ্রাফিক বিসয়টি একই
যদিও ফিল্ম কোয়ালিটি ছবি তোলা ডি এস এল আর কামেরার পক্ষে কঠিন তবে দামী ক্যামেরা এবং উচ্চ ক্ষমথার সর্বচ্চো রং ধারণ বিশিষ্ট ক্যামেরা ফিল্ম এর কাছাকাছি মান দিতে পারে , এই ক্ষেত্রে রং সংবেদনশীলতা এবং ডট বা পিক্সেল সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে এই ক্যামেরা গুলো কম আলো দ্বারা উচ্চ মানের ছবি তুলতে পারে 
শাটার স্পিড
ক্যামেরা কতটুকু আলো যাবে তা সময় দ্বারা নিয়ন্ত্রণ করা যায় , মানে হচ্ছে যদি অনেক আলো  দরকার হয় তবে শাটার স্পিড কমাতে হবে আর যদি অল্প আলো দরকার হয় তবে শাটার স্পিড বাড়াতে হবে বা লেন্স দ্বারা যে আলো  প্রবেশ করবে তাকে এপারচার দ্বারা কন্ট্রোল করা হলে সময় দ্বারা আরো সুষ্ঠু ভাবে কন্ট্রোল করা যায় , দ্রুত গতির ছবির ক্ষেত্রে শাটার স্পিড বেশি না হলে কোনো  ছবি ধরা যাবে না , ফিল্ম নষ্ট হবে আবার ধীর গতির ছবির ক্ষেত্রে শাটার স্পিড বেশি হলে অতিরিক্ত ফিল্ম নষ্ট হবে , যা কাম্য নহে , প্রাকটিস আপনাকে দক্ষ করতে পারে 
ডিজিটাল নয়্জে
ক্যামেরা যে সমস্ত ছবি তুলতে পারে তার সব ভালো হয় না কারণ কিছু অবাঞ্চিত বিন্দু , সেগুলো কে নয়্জে বলা হয়
যত ভালো ক্যামেরা এবং যত ভালো সেটিংস তত নয়্জে কম, বিশেষ করে বড় ছবি তোলার ক্ষেত্রে এটা ভালো ভাবে লক্ষ রাখতে হয় , নিজে না পারলে সেটিংস অটো রাখলে ক্যামেরা ভালো ছবি তুলতে সহাযতা করে

নয়েজ ছবির অবাঞ্চিত অংশ তাই এটি নিয়ন্ত্রণে না রাখলে ছবি বাতিল করতে বাধ্য হতে হয়, ভালো ক্যামেরা নয়েজে এর ক্ষেত্রে ভালো ভাবে ফোকাস এবং লেন্স কন্ট্রোল দ্বারা কমানো সম্ভব হয় ।
আই এস ও 
ফিল্ম বা পর্দার (ডিজিটাল ) সংবেদনশীলতা আলো দ্বারা নির্ধারিত হয় 
সর্বনিম্ন ৫০ থেকে ২৫০০০ পর্যন্ত মাত্রা ক্যামেরা সেটিংস করা যায় 
আমরা যখন অন্ধকার ঘরে থাকি তখন আমাদের চোখ আরো আলো চায় তখন লেন্স প্রসারিত হয অর্থাত বেশি আলো রেটিনা পায় বা আই এস ও বৃধি করি যখন তীব্র আলো থাকে তখন আমরা চোখ কুচকে এবং লেন্স সরু করে আলো কমায় বা আই এস ও কমাই 
আলো সংবেদনশীলতা ফোটোগ্রাফি তে অতন্ত জরুরি তা হলে ছবি স্পষ্ট এবং সুন্দর হয়