আই এস ও
ফিল্ম বা পর্দার (ডিজিটাল ) সংবেদনশীলতা আলো দ্বারা নির্ধারিত হয়
সর্বনিম্ন ৫০ থেকে ২৫০০০ পর্যন্ত মাত্রা ক্যামেরা সেটিংস করা যায়
আমরা যখন অন্ধকার ঘরে থাকি তখন আমাদের চোখ আরো আলো চায় তখন লেন্স প্রসারিত হয অর্থাত বেশি আলো রেটিনা পায় বা আই এস ও বৃধি করি যখন তীব্র আলো থাকে তখন আমরা চোখ কুচকে এবং লেন্স সরু করে আলো কমায় বা আই এস ও কমাই
আলো সংবেদনশীলতা ফোটোগ্রাফি তে অতন্ত জরুরি তা হলে ছবি স্পষ্ট এবং সুন্দর হয়
No comments:
Post a Comment