কালার ছবির নিখুত ছবি তোলা কঠিন কারণ রঙের ওয়েভ লেংথ আলাদা প্রতিটি রং লেন্সে দ্বারা পতিসরিত হয়ে আলাদা দুই রঙের ছবি সৃষ্টি করতে পারে যেটি অসাধারণ নিখুত তাই সাদাকালো ছবি এত মনোগ্রাহী হয়, কিন্তু কালার বা রঙিন ছবি কমপক্ষে পাচটি ছবির সমাবেশ হতে পারে যেমন সাদা , কালো,, লাল , সবুজ ও নীল্
যদি ছবিতে কালো না থাকে তবে আউটলাইন বুঝা যায় না, যদি সাদা কম বেশি হয় তবে রং গুলো অস্পষ্ট কিনবা ধুয়ে যায় আবার লাল বা সবুজ কিনবা নীল্ কম হলে অন্যান্য রং বিকৃত হয়ে যায় সুতরাং কালার ছবি উঠানো ও সম্পাদনা জটিল বিষয় এই ক্ষেত্রে লেন্স যেমন ভালো হতে হবে তেমনি ক্যামেরা সেন্সর বা ফিল্ম ছবির প্রয়োজন অনুযায়ী কিনতে হবে
No comments:
Post a Comment