ক্যামেরা দ্বারা ছবি তোলা হলে সেন্সরে আলোর ছিটা থেকে যেতে পারে বা লেন্স কভার খোলার সাথে সাথে ভুল বসত আলো সেন্সরে চলে যেতে পারে তাই পরবতী ছবি খারাপ হতে পারে , সুতরাং ছবি যাতে সম্পূর্ণ নতুন পর্দায় উঠে তার জন্য কালার ব্যালান্স করে নিতে হয় যাকে সাদা ব্যালান্স বলা হয়, প্রতি বার নতুন করে ব্যালান্স করে নিলে ছবির মান এবং অন্য প্রবলেম এড়ানো যায় , রং গুলো যাতে সুন্দর ভাবে উঠে তার জন্য এবং ডিজিটাল নয়েজ কম করার জন্য সব ডিজিটাল ক্যামেরাতে এই সুবিধা রাখা হয়েছে
ভালো ক্যামেরা এবং লেন্স দ্বারা সুন্দর ছবি তুলতে পারার কারণ হলো লেন্সে গুলো আলোর সম্ভাব্য প্রতিসরণ কমিয়ে নিখুত কালার ধারণ করে থাকে আবার সেন্সর গুলো ডিজিটাল নয়েজ অপসারণ করে মনোগ্রাহী ছবি তুলতে সহায়তা করে থাকে
No comments:
Post a Comment