বাস্তবতা হলো আমরা বহুদিন ধরে মৃত্যু পরবর্তী বিভিন্ন ঘটনা শুনে আসছি কিন্তু স্বচক্ষে দেখার ভাগ্য কম লোকের হয়, পরি, ফেরেস্তা, জিন কিনবা বিভিন্ন আত্মা আমাদের সাথে যোগাযোগ করেছে । শিশুদের আমরা তারা বুঝুক বা না বুঝুক এই সব কাহিনী শুনায় ধর্মে বিশ্বাসী করে তুলি । কতটা প্রমানিত তা আমরা আলোচনা করতে ভয় পাই , তারা যদি প্রশ্ন করে তা হলে এমন কি মারধর করি, সত্য সকলের কাছে সমান এই নীতি মানলে আমরা তা করতে পারি না ।
পৃথিবীতে বহু কিছু আছে যে গুলো আজ আমরা প্রমান করতে পারি নাই , আধুনিক চিকিত্সা দ্বারা অনেকেই প্রায় মৃত্যু অনুভব করেছেন কিন্তু মৃত্যু পরবর্তী বিষয় এখনো প্রমান করতে পারেনি , আমাদের আরো প্রমান দরকার । বহু গবেষনা দ্বারা এটা প্রমানিত যে আমাদের বাস্তবিক জগত ছাড়াও হাজার বিষয় আছে যদিও বিশ্বাসীরা প্রমান করতে পারেন না তাই বলে তা বাতিল বলা যায় না ।
পৃথিবীর অধিকাংশ মানুষ যেটি বিশ্বাস করে তা এক কথায় বাতিল করা অসম্ভব । আমাদের মনের সরলতা আমদের মনে বিশ্বাস আনে যে আমরা আজীবন বাচার জন্য প্রস্তুত, কিন্তু মৃত্যু আমদের ধারণা বাতিল করে কাদায় । হয়ত আমাদের বেচে থাকার ইচ্ছা আমাদের এই রূপ ভাবতে শেখায়
No comments:
Post a Comment